মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ জিতেছে ২১৭ রানের বড় ব্যবধানে। ৫০৯ রানের লক্ষ্যে নামা আয়ারল্যান্ড চতুর্থ ইনিংসে ব্যাট করেছে ১১৩.৩ ওভার।
৬ উইকেটে ১৭৬ রান তুলে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। তখনই জয়ের সুবাস পেতে শুরু করেছিল নাজমুল হোসেন শান্ত’র দল। তবে সিরিজ নিশ্চিত করতে তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে।
আগেরদিন টপ ও মিডল অর্ডার ব্যাটাররা ৫৪ ওভার খেলেছিল, বিপরীতে আজ তাইজুল–হাসানদের বিপক্ষে দাঁতে দাঁত চেপে বাকি ৪ ব্যাটার খেললেন ৫৯ ওভার। এর আগে সিলেট টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতেছিল। ফলে লাল বলের সিরিজ শেষ হলো ২–০ ব্যবধানে।
এর আগে মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১২ বল খেলার রেকর্ড ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। তাকে ছাড়িয়ে ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন ক্যাম্ফার। যা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। এর আগে এই আইরিশ অলরাউন্ডার আন্তর্জাতিক টেস্টে একটি সেঞ্চুরি করেছিলেন। আইরিশদের পঞ্চম দিনে অর্ধেকেরও বেশি সময় ম্যাচে টিকিয়ে রাখার মূল ভূমিকা ছিল ক্যাম্ফারের। তিনি অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে ১০৫ বলে ২৬, জর্ডান নিলের সঙ্গে ৮৫ বলে ৪৮ এবং নবম উইকেটে গ্যাভিন হোয়ের সঙ্গে ১৫১ বলে ৫৪ রানের জুটি গড়েছিলেন।
এই ইনিংসে বাংলাদেশের সফল বোলার মুরাদ। ৪৪ রানে ৪ উইকেট নেন তিনি। ১০৪ রানে ৪ উইকেট তাইজুল ইসলাম, ম্যাচে তিনি নেন ৮ উইকেট। তবে শততম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।