২৫ ডিসেম্বর (সোমবার), খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’। দিনটি উদযাপনে উৎসবের রঙে সেজেছে যশোরের গির্জাগুলো। বিশ্ববাসীর মঙ্গল কামনা করে রবিবার রাত থেকেই শুরু হবে চারদিনের বিশেষ প্রার্থনা।
উৎসব পালনের জন্য জেলা শহরের ক্যাথলিক ও ব্যাপটিস্ট গির্জাগুলোর পরিষ্কার–পরিচ্ছন্ন করা সহ নানা রঙের রঙিন ফুলে সজ্জিত করা হয়েছে। এছাড়া যিশুখ্রিস্টের জন্মতিথিকে স্মরণ করতে তৈরি করা হয়েছে ছোট ছোট গো–শালা। জেলা শহরের গির্জা ছাড়াও আটটি উপজেলার গির্জাগুলোও প্রস্তুত বিশেষ প্রার্থনার জন্য। নির্বাচনের বিষয় মাথায় রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চার্চগুলোর কর্তৃপক্ষ।
শহরের সেক্রেটহার্ট চার্চের পালক পুরোহিত ফাদার নিকোলাস মন্ডল জানান, বড়দিন উপলক্ষে কয়েক সপ্তাহ আগে থেকেই তাদের প্রস্তুতি শুরু হয়েছে। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ (২৪ ডিসেম্বর ২০২৩) রাত ১০টায় গির্জায় প্রার্থনার মধ্যদিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। যা চলবে রাত ১১টা পর্যন্ত। ২৫ ডিসেম্বর সকাল ৮টায় থেকে ৯টা পর্যন্ত গির্জাতেই চলবে বড়দিনের প্রার্থনা।
এছাড়া থার্টি ফার্স্ট নাইটে রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে খ্রিষ্টযাগ। পহেলা জানুয়ারি সকাল ৯টায় হবে সকালের খ্রিষ্টযাগ।
আরও পড়ুন: সোমবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব– ‘বড়দিন’
জুবায়ের/ আল/ দীপ্ত সংবাদ