ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকার পাঁচদিন পর ১২ জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ড। জেলেরা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন জানান, গত ১৫ মার্চ বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে এফ বি হানিফ মুন্সী নামক একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে যায়। এরপর ১৯ মার্চ গভীর সাগরে ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা।
তিনি আরও বলেন, বিকল ওই ট্রলারের মাঝি মাসুম মৌলভী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে উদ্ধার সহায়তা চান। পরে মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের দুবলা ও কচিখালী স্টেশনের সদস্যরা সুন্দরবনের দুবলার চর সংলগ্ন সাগর থেকে ওই ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেন।
কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদেরকে খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে ।
এসএ/দীপ্ত সংবাদ