জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা এ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিপরিষদের বাকি ৩৬ জন সদস্যদের নিয়ে আরও একবার জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে নতুন মন্ত্রিসভা।
ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনের পর এখন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডি থেকে রওনা দিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার ৩৭ সদস্য শপথ নেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ।
উল্লেখ্য, এছাড়া আগামীকাল শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এসএ/দীপ্ত নিউজ