বগুড়ার শাহজাহানপুরের সুজাবাদে বাসচাপায় পরে অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ চারজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী জানান, বগুড়া শহর থেকে একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী যাচ্ছিল। দ্বিতীয় বাইপাস মহাসড়কে সুজাবাদ এলাকায় মহাসড়ক থেকে বাগবাড়ী সড়কে অটোরিকশাটি পার হচ্ছিল। এমন সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় একজন পুরুষ ও এক মেয়ে শিশুকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানায় দুর্ঘটনার পরপরই সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে বাসের পেছনের অংশ পুড়ে যায়।
আফ/দীপ্ত সংবাদ