শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

বকশীবাজারে অস্থায়ী আদালতে অগ্নিকাণ্ড, বিচার কার্যক্রম স্থগিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে সংঘঠিত এই অগ্নিকাণ্ডের ফলে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় বিচার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর সকাল সাড়ে ১০টায় আদালতের বিচারক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন এবং আসামিপক্ষের আইনজীবী পারভেজ হোসেন।

পরিদর্শন শেষে বিচারক জানান, আদালতের কার্যক্রম পরিচালনার মতো পরিবেশ নেই। তাই আজকের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মো. বোরহান উদ্দিন বলেন, ‘এই পরিস্থিতিতে আদালতের কার্যক্রম চালানো সম্ভব নয়। পরবর্তী দিন ও স্থান পরে জানানো হবে। এখানে আদালত আদৌ বসবে কিনা, সে সিদ্ধান্ত পরবর্তীতে হবে।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠে আদালত পরিচালনার বিরোধিতা করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। তাদের দাবি, মাদ্রাসার মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হোক। তারা অভিযোগ করেন, আদালতের কার্যক্রম চলায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই বিষয়ে আগেও মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছিল, তবে কোনো সমাধান হয়নি।

যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্তিতি এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর একটি দলও উপস্থিত হয়েছে।

চকবাজার থানার ওসি রেজাউল হোসেন জানান, আলিয়া মাদ্রাসার মাঠে আদালত পরিচালনার বিষয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্ষোভের কারণ। তাদের দাবি, মাঠটি দখলমুক্ত করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হোক। শিক্ষার্থীদের আন্দোলন এবং অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More