সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উপহার সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটরিয়ামে এ উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
সংগঠনের সদস্যরা প্রতিবছরই তাদের ঈদের খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা, সেমাই, চিনি, চকলেট, টুথ পেস্ট, ব্রাশ, নেইল কাটার, মেহেদী, সাবান, শ্যাম্পু ডাল,তেল ও লবন ইত্যাদি উপহার দেয়। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে তারা কারো দানের টাকায় নয় নিজেদের টাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকে।
ফ্লাওয়ার্স বাংলাদেশ সমাজের দায়বদ্ধতা থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ড করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ছোটদের ঈদ সামগ্রী উপহার দেওয়া, ফ্রি ব্লাড গ্রুপিং করা, ফ্রী আকুপেসার প্রশিক্ষণ দেয়া, ফ্রী ডায়াবেটিস ও পেসার চেক আপ, বিভিন্ন জায়গায় লাইব্রেরী করা, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করা, বিভিন্ন দর্শনীয় স্থান নিজেরা এবং ছোটদের নিয়ে ভ্রমন করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ করা, ভূমিকম্প–ফাস্ট এইড–আগুন এর উপর ফ্রি প্রশিক্ষণ নিয়ে কাজ করে ।
উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু বলেন, ‘ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিটি সদস্যের জন্য আজ ঈদ। তারা এই দিনটির জন্য পুরো এক বছর অপেক্ষা করেন।’
তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল আলম, যুগ্ম সম্পাদকনাসির ইকবাল জাদু,সজিব,আফতাব হোসেন চয়ন রাজা, মোঃ রাজিব, রুবায়েত , প্রিয়া, পূস্প, মোবারক, নিবির, মাসুম, সামী, আফতাব হোসেন, নাজিম,ইমরান,ফয়সাল, রাজিব,আব্দুর রব, ফাহমিদ–উর–রহমান অনি , মান্নান, রাকিব, আবির ও আকাশসহ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর সকল সদস্যের প্রতি।
আল/দীপ্ত সংবাদ