ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে, দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ হামলা হয়েছে। এতে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ।
এদিকে, এ ঘটনায় প্যারিস ও লন্ডনের মধ্যে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে, লন্ডনভিত্তিক রেল সেবাদানকারী প্রতিষ্ঠান ইউরোস্টার।
ঘটনা তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানায়, হামলাগুলো ‘নাশকতা‘ ছড়াতে করা হয়েছে। এর ফলে অনেক রুটের ট্রেন চলাচল বাতিল করতে হবে। এর ফলে আটলান্টিক, উত্তর ও পূর্বাঞ্চলের রেল চলাচল ব্যাহত হবে। ক্ষতিগ্রস্ত কাঠামো পুরোপুরি মেরামত করতে, এই সপ্তাহের শেষ পর্যন্ত লেগে যেতে পারে।
আল / দীপ্ত সংবাদ