জমকালো ফ্যাশন শো–তে মাতালেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দেশীয় ও আন্তর্জাতিক নানা ঢঙের ডিজাইন করা পোশাকে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ব্রাইডাল শোতে অদ্ভুত কাণ্ড ঘটালেন রণবীর সিং
এতে শিক্ষার্থীদের ডিজাইন করা ১৮টি কিউর প্রদর্শিত হয়। মানুষের দৃষ্টিভঙ্গিকে নির্দিষ্ট গন্ডির মধ্যে থেকে প্রসারিত করা ও গার্মেন্টস সেক্টরে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানান শো‘য়ের আহবায়ক।
অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়াছমিন আরা লেখা। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য ড. গৌর গোবিন্দ গোস্বামী।
আরও পড়ুন: এবার প্যান্ট ছাড়াই র্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা!
এসএ/দীপ্ত নিউজ