নীলফামারীর ডোমার উপজেলায় ফেন্সি ডেন্টাল হোমের রেজিষ্ট্রেশনবিহীন চিকিৎসক ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম ভ্রাম্যমান আদালতে এ রায় দেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, র্যাব কমান্ডার লেঃ কর্ণেল মেহেদী হাসানসহ ডোমার থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম জানান, ওমর ফারুকের বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে তদন্ত করে তার পরিচালিত ফেন্সি ডেন্টাল হোম বন্ধ করার করার সুপারিশ করেছে।
তিনি আরও জানান, আমরা আজ তদন্ত করে বিভিন্ন অসংগতি পেয়েছি। তাই তাকে ৮০ হাজার টাকা জরিমানা ও ফেন্সি ডেল্টাল হোম সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ