ফেনীর মহিপাল এলাকায় ২২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ মে) রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
আটকরা হলেন: চাঁদপুরের হাজীগঞ্জ থানার মকিনাবাদ গ্রামের মৃত আনোয়ার হোসেন বুলু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩৫) ও কক্সবাজারের টেকনাফ থানার মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৪২)।
র্যাব–৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক কারবারী চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে স্টার লাইন কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর মাদকসহ গাড়িতে ওঠার জন্য অবস্থান করছে। র্যাবের একটি দল ওই স্থানে উপস্থিত হওয়া ২ ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৬টি স্বচ্ছ প্যাকেটে মোট ২২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক কেনাবেচার কথা স্বীকার করে।
ফেনী র্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, সিডিএমএস পর্যালোচনায় আটক ফারুক হোসেনের বিরুদ্ধে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় মাদক সংক্রান্তে মোট ১৪টি মামলার তথ্য পাওয়া যায়।
আবদুল্লাহ আল–মামুন/এমি/দীপ্ত নিউজ