আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (১৩ নভেম্বর) ফেনীতে বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ফেনী পাইলট হাই স্কুল মাঠে বৃহৎ নারী সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ ১২ নভেম্বর রোববার রাতে সমাবেশ স্থল পরিদর্শন করেন ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পরিদর্শনকালে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর মহিলা লীগ, পৌর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, ফেনীর রাজনীতিতে স্বাধীনতার পর এ প্রথম এতো বড় পরিসরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। অতীতে এত বড় পরিসরে মহিলাদের নিয়ে কেউ সমাবেশ করেনি। ফেনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী–২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। সমাবেশে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ১৫ হাজার নারী উপস্থিত থাকবেন।
এদিকে ফেনীতে প্রথম বড় পরিসরে নারী সমাবেশকে ঘিরে নারী নেত্রী ও কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সমাবেশকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মহিলা আওয়ামী লীগ।
ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনীর ইতিহাসে এই প্রথম বড় পরিসরে মহিলা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগেও যে সকল সমাবেশ হয়েছিলো সেখানে ১ হাজার নারী উপস্থিত ছিলো। এ সমাবেশে প্রায় ১৫ হাজার নারী উপস্থিত থাকবেন।
ফেনী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা বলেন, ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে ঘরোয়া বৈঠক শেষ করে বৃহৎ পরিসরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিজাম উদ্দিন হাজারীর উন্নয়ন চিত্র তুলে ধরা হবে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ প্রোগ্রাম সফল করতে দল–মত নির্বিশেষে ফেনী পৌরসভার সকল মা–বোনদের সমাবেশস্থলে আসার আহ্বান জানান তিনি।
আবদুল্লাহ মামুন/ আল/ দীপ্ত সংবাদ