ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মঈনুল ইসলাম রাহাত (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত সদর উপজেলার ফাজিলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সে ফাজিলপুর সাউথইস্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পাশাপাশি কোরিয়া যাওয়ার জন্য শহরের একটি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শিখছিল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
স্থানীয়রা জানান, দুপুরে রাহাত কোরিয়ান ভাষা শিক্ষার জন্য শহরের উদ্দেশে বের হন। বাসে উঠতে সড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এসএ/দীপ্ত নিউজ