শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

ফেনীতে নানা আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ফেনীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বুধবার (৩ মে) দিবসটি উপলক্ষে সকালে শহরের ডক্টরস ক্লাব থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলী অবজারভারের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা, দৈনিক কালের কন্ঠ’র ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির উদ্দিন বেগ, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারি, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী।

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ ও স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আলমামুন, যমুনা টিভির স্টাফ করসপনডেন্ট আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, দৈনিক আজকের পত্রিকার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক কাল বেলার ফেনী প্রতিনিধি সুরঞ্জিত নাগ।

সভায় বক্তারাঅবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত ও সংকুচিত করতে পারে। আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়ন করতে হলে মুক্ত বুদ্ধি চর্চার ও মতপ্রকাশের স্বাধীনতার কোনো বিকল্প নেই।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More