বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের গত কয়েক দিনের চলমান পরিস্থিতি কাটিয়ে ফেনীতে কারফিউ শিথিল করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এতে উদ্বেগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।
ফেনী শহরের বড় বাজারে ক্রেতা–বিক্রেতাদের ভিড়ে বাড়ছে। তবে সরবরাহ কম থাকায় সব ধরনের পণ্যের দাম বেশি রয়েছে। সকাল থেকে অফিস–আদালতে জনসমাগম দেখা গেছে। ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের উপচেপড়া ভিড় রয়েছে।
তবে টাকা জমা দেয়ার থেকে উত্তোলনের পরিমাণ বেশি ছিল। ইন্টারনেট জটিলতায় লেনদেনে ধীরগতি দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের টহল অব্যহত রয়েছে।
পুলিশ জানায়, ফেনীতে গত কয়েক দিনের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ২টি মামলায় এ পর্যন্ত বিএনপি–জামায়াতের ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন স্বাভাবিক দিনের মতো চলছে। এতে বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীরা গন্তব্যে ফিরছেন।
ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিলো। শহরে জনসমাগম ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ