শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

ফেনীতে এক ঘন্টার উপজেলা চেয়ারম্যান হলেন ফাতিহা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নারীর ক্ষমতায়ন উদুদ্ধকরনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেঞ্জ এর সহযোগিতায় ও ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ফেনীর আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে ফেনীতে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়েছে। টেকওভারের এবারের বিষয় ছিল মেয়েদের এক্টিভিজম ও বিনিয়োগ সম্ভাবনা। টেকওভারের মাধ্যমে ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল থেকে প্রতীকী দায়িত্ব নিয়ে ১ ঘন্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ফেনী জেলা এনসিটিএফর যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিহা জান্নাত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় মানুষের ধারণা ছিল, নারীরা শুধু বাড়ির আঙ্গিনায় থাকবে, রান্নাবান্না করবে, স্বামীর খেদমত বা ছেলেমেয়েদের বড় করে তুলবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভুল ভেঙে দিয়েছেন। আজকে আমরা ২০৪১ সালের মধ্যে সম্ভাবনাময় একটি উন্নত বাংলাদেশের কথা ভাবছি। সেটি কি নারীদের বাদ দিয়ে ভাবা যায়। আজকের এ শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্বে দিবে। এসময় তিনি আগামীতে এনসিটিএফ এর সকল কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন।

প্রতীকী দায়িত্ব নিয়ে এনসিটিএফ যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিহা জান্নাত বলেন, প্রতীকী হলেও এটি জীবনের অনেক বড় পাওয়া। দেশে কন্যা শিশুরা এখন পিছিয়ে নেই। এ প্রতীকী দায়িত্ব আমাকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিবে। বিশেষ করে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।

তিনি বলেন, প্রতীকী দায়িত্ব ছাড়া ভবিষ্যতে যদি বাস্তবিক উপজেলা চেয়ারম্যান হতে পারি শিশুদের অধিকার রক্ষায়, অসহায় মানুষের পাশা দাঁড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা, শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও উপকূলের শিশুদের সুযোগ সুবিধা নিশ্চিত সহ মানুষের কল্যাণের জন্য কাজ করব। এসময় তিনি শিশু অধিকার রক্ষায় বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন।

ইয়েস বাংলাদেশ এর ফেনীর জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদ বলেন, প্রতিবছর এনসিটিএফ এর আয়োজনে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়। সমাজের নেতৃত্ব স্থানীয় যে জায়গাগুলোতে নারীদের কম দেখা যায় সে জায়গার দায়িত্ব নিয়ে নিজেদের অবস্থান ও নেতৃত্বের সাফল্য যাতে তুলে ধরতে পারে সে আত্মবিশ্বাস তৈরীর সুযোগ করর দেয়াই গার্লস টেকওভারের মূল উদ্দেশ্য।

এনসিটিএফ ফেনীর সভাপতি ফারজানা আহমেদ অহনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিটিএফ ফেনীর উপদেষ্টা ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভুঞা, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা ও দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম।

এসময় ইয়েস বাংলাদেশ ফেনীর সদস্য, এনসিটিএফ ফেনীর কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আবদুল্লাহমামুন/ আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More