ফিলিপাইনের উপকূলীয় গ্রামে তেলবাহী জাহাজ ডুবে তেল ছড়িয়ে পড়ায় কয়েক ডজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে। ওই এলাকাকে বিপর্যস্ত ঘোষণা করেছে ফিলিপাইন সরকার। খবর বিবিসি।
১ মার্চ এমটি প্রিন্সেস ইম্প্রেস নামে একটি জাহাজ ৮ লাখ লিটার শিল্প জ্বালানি তেল নিয়ে ওরিয়েন্টাল মিন্ডোরো প্রদেশের উপকূলে ডুবে যায়। সেই জ্বালানি তেল আশেপাশের জেলেপাড়ার তীরে পৌঁছায়। এতে সৈকতে কালো লেপের আস্তরণ পড়ে।
এরইমধ্যে সমুদ্র উপকূলের জেলে অধ্যুষিত এলাকাগুলোতে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন। দেখা দিয়েছে খিঁচুনি, বমি ও মাথা ঘোরার মত সমস্যা। তেলমিশ্রিত পানি ত্বকে লেগে চুলকানি ও ফোসকা পড়ছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন তেল পরিষ্কারের কাজে নিয়োজিত কর্মীরাও।
ওই এলাকাকে বিপর্যস্ত ঘোষণা করা হয়েছে। এলাকাটি পুরোপুরি পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত সেখানে মাছ ধরার বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফলে বিপাকে পড়েছেন স্থানীয় মৎসজীবীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬০টি গ্রামের প্রায় ১৮ হাজার জেলেকে মাছ ধরা থেকে বিরত রাখা হয়েছে।
স্থানীয় এক মৎসজীবী বলেন, ৫ দিন হল মাছ ধরতে দেয়া হচ্ছে না। এটিই আমাদের একমাত্র আয়ের উৎস। আমরা এখন কীভাবে চলবো?
ছড়িয়ে পড়া তেল প্রভাবিত করছে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশকেও। বিশ্লেষকরা বলছেন, ভয়াবহ এ সমুদ্র দূষণে ২০ হাজার হেক্টর প্রবাল প্রাচীর, ৯ হাজার ৯ শ হেক্টর ম্যানগ্রোভ এবং ৬ হাজার সামুদ্রিক ঘাস ক্ষতিগ্রস্ত হতে পারে।
আফ/দীপ্ত সংবাদ