বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

ফিফা বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় ৫ মাস। এর আগে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আটলান্টিক পাড়ি দিয়ে ঢাকা পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় এই সোনালি ট্রফি। এ সফরে ফিফা প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

কোকাকোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) যৌথ উদ্যোগে ৩ জানুয়ারি শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর। প্রথম গন্তব্য ছিল সৌদি আরব।

এর আগে আরও তিনবার (২০০২, ২০১৩ ও ২০২২ সালে) বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। এবার ট্রফিটি ৪র্থ বারের মতো বাংলাদেশ ভ্রমণ করতে এলো। ফিফা বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। ১২ জুন মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More