সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও ব্যস্ত সুনেরাহ বিনতে কামাল। আন্তর্জাতিক ফায়ার ফাইটারস ডে উপলক্ষে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘অগ্নিপুরুষ’। এতে অভিনয় করেছেন সুনেরাহ। যা মুক্তি পাচ্ছে আগামী ৪ মে।
নির্মাতা বলেন, ‘ফায়ার ফাইটাররা আমাদের বিপদের সময় পাশে দাঁড়ায়। অথচ সমাজে তাদের কাজের জন্য তেমনভাবে কৃতজ্ঞতা প্রকাশ হয় না। গল্পে আমরা খুব সহজভাবে তাদের জীবন সংগ্রামটা তুলে ধরতে চেয়েছি।’
সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘গল্পে নতুনত্ব আছে, আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। এতে আমাকে ফায়ার ফাইটারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। এমন চরিত্রে প্রথম কাজ করা। চেষ্টা করছি, অভিনয় দিয়ে চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার।’
‘অগ্নিপুরুষ’ সিনেমায় সুনেরাহর বিপরীতে দেখা যাবে অভিনেতা সোহেল মণ্ডলকে। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক।
সোহেল মণ্ডল বলেন, ‘এই সিনেমা তৈরি হয়েছে ফায়ার ফাইটারদের আত্মত্যাগের গল্প নিয়ে। আমি অভিনয় করেছি একজন ফায়ার ফাইটারের চরিত্রে। কাজটা করতে গিয়ে বুঝতে পেরেছি ফায়ার ফাইটাররা কত কষ্ট করেন আমাদের সুরক্ষার জন্য। কখন বিপদের ফোন বেজে উঠবে, সবসময় সে আশঙ্কায় থাকেন ফায়ার ফাইটাররা। আগুন নেভানোর জন্য তারা শারীরিকভাবে কতটা কষ্ট করে, সেটা এরই মধ্যে সবাই জেনে গেছেন।’
ওয়েব সিনেমাটি দেখা যাবে দেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে। আর ‘অগ্নিপুরুষ’ নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।