এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে আজ। ৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
ভারত–পাকিস্তানের ম্যাচটিকে ঘিরে রয়েছে তীব্র আগ্রহ। আইসিসি বা এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত–পাকিস্তান দ্বৈরথ খুব একটা দেখা যায় না বললেই চলে। তাই এশিয়া কাপ ফাইনাল ঘিরে ক্রিকেট বিশ্বজুড়েই বাড়তি উত্তেজনা বিরাজ করছে।
শেষ মুহূর্তেও আলোচনায় রয়েছে কিছু বিতর্ক। টুর্নামেন্টের নিয়ম ভেঙে ফাইনালিস্ট দুদলের আনুষ্ঠানিক ফটোসেশন ছাড়াই মাঠে গড়াচ্ছে শিরোপার লড়াই। টি–টোয়েন্টি ফরম্যাটের ফাইনালকে সামনে রেখে পাকিস্তানের লক্ষ্য ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেওয়া। অন্যদিকে রেকর্ড নবমবারের মত এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে মুখিয়ে আছে ভারত।
ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল। পাকিস্তান ফাইনালে এসেছে অনেক উত্থান–পতনকে পাশ কাটিয়ে। এবারের এশিয়া কাপ টি–টোয়েন্টিতে দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান, দুটিই ভারতের বিপক্ষে। একবার গ্রুপপর্বে, একবার সুপার ফোরে। এবার ফাইনালে পাকিস্তানের প্রতিশোধ নেয়ার শেষ সুযোগ।
কোনো কারণে ফাইনাল নির্ধারিত দিনে সম্পন্ন না হলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এশিয়া কাপ ফাইনালের জন্য ২৯ সেপ্টেম্বর রিজার্ভ ডে নির্ধারণ করেছে আয়োজকরা। যদি ম্যাচটি গ্রুপ পর্বের মতো পরিত্যক্ত হয়; সেক্ষেত্রে দুদলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
ভারত টুর্নামেন্টে একক আধিপত্য দেখাচ্ছে। তবে পাকিস্তানও এবার প্রতিশোধের মুডে থাকবে। ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশের বিপক্ষে খেলা দল নিয়েই ফাইনালে নামতে পারে পাকিস্তান। ওপেনিংয়ে ফখর জামানের সঙ্গী হবেন সাহিবজাদা ফারহান। তবে চিন্তার কারণ তিন নম্বরে নামা সাইম আইয়ুবের ফর্ম। পুরো টুর্নামেন্টে ব্যর্থ হলেও স্পিন বোলিং খেলার দক্ষতার কারণে তাকে আরও একবার সুযোগ দেওয়া হতে পারে। মিডল অর্ডারে অধিনায়ক সালমান আগা, হুসেইন তালাত ও মোহাম্মদ হারিস দলের বড় ভরসা। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পেস আক্রমণে থাকবেন হারিস রউফ ও ফাহিম আশরাফ। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন আবরার আহমেদ ও মোহাম্মদ নেওয়াজ।
ভারতের ফাইনাল দলে ফিরছেন পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডার শিবম দুবেও একাদশে ফিরতে পারেন। তবে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট। তিনি খেলতে না পারলে দলের ভারসাম্যে বড় প্রভাব ফেলবে। পান্ডিয়ার অনুপস্থিতিতে অর্শদীপ সিং বা হর্ষিত রানার মধ্যে একজন খেলতে পারেন। ভারতের ব্যাটিং লাইনআপে থাকছেন টুর্নামেন্টের সেরা ফর্মে থাকা অভিষেক শর্মা, শুবমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।