নারায়ণগঞ্জের ফতুল্লা উপেজলায় হাত–পা বাঁধা অবস্থায় রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার সাব্বির (২০) রাজধানীর জুরাইন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব–১১ এর লে. কর্ণেল তানভীর পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে দুই যুবকের লাশ উদ্ধার
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, গত ৯ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের রাস্তার ওপর প্লাস্টিকে বস্তায় অর্ধগলিত একটি মরদেহ পাওয়া যায়। পরিচয় শনাক্ত করতে না পেরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। স্বজনরা ছবি ও পোশাক দেখে নিহতের পরিচয় শনাক্ত করেন।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি সাব্বির (২০) এবং ভিকটিম রানা (২৮) পূর্ব পরিচিত এবং একই এলাকার বাসিন্দা। টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আসামি সাব্বির এবং তার ভাই সাজ্জাদ একাধিক ছুরিকাঘাতে রানার মৃত্যু নিশ্চিত করে।
গৌতম/ সুপ্তি/ দীপ্ত নিউজ