১২
রাজশাহীতে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে দুই ওপেনারকে ফেরান রিজান হাসান। এরপর ডেভিড টিগারের ৬৩ রানে বড় সংগ্রহের স্বপ্ন দেখেন প্রোটিয়া যুবকরা। তবে তাদের স্বপ্ন ভেস্তে দেন যুব অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দুর্দান্ত বোলিংয়ে ৮.৩ ওভারে ৩ উইকেট তিনি। সাথে রাফি উজ্জামান রাফির ২ উইকেটে ২১০ রানে অলআউট হয় প্রোটিয়া যুবকরা।
জবাবে ৪০ রানে ওপেনার রিজান হাসান আউট হলে, আদিল বিন সিদ্দিকের ৫৮ এবং ম্যাচ সেরা আরিফুল ইসলামের ৬৮ রানে ৩–২ এ সিরিজ নিশ্চিত করেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
আল/ দীপ্ত সংবাদ