প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার চ্যাট উইথ ডন সামদানী’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস এবং জব সিকার্স ক্লাব যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মশালায় শিক্ষার্থীদের ক্যারিয়ার বিকাশের জন্য বিভিন্ন সফট স্কিল, ক্যারিয়ারের পথ নির্বাচন এবং তিনটি মূল বিষয়ের ওপর জোর দেন ডন সামদানী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় করেন। তাদের সিজিপিএ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন স্কিলসেটে ফোকাস করার পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি করতে উদ্বুদ্ধ করে সিভি লেখার জন্য কিছু কৌশল শিখিয়ে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অ্যাডভাইজার মেজর জেনারেল (অব.) কাজী আশফাক আহমেদ, রেজিস্ট্রার মো. রুহুল আমিন, স্কুল অব বিজনেসের চেয়ারম্যান মো. মুজাক্কেরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. সুলতানুল ইসলাম, ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ, অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের হেড মঞ্জুরুল হক খান, অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টের প্রধান মো. আবদুল গাফফার, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। মেজর জেনারেল (অব.) কাজী আশফাক আহমেদ একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন গোলাম সামদানী ডনকে।