দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে‘তে আসছে যাচ্ছে আলোচিত ওয়েব ফিল্ম ‘নিকষ‘। ঈদ উপলক্ষে আগামী ২৬ জুন এটি মুক্তি পাবে।
বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘নিকষ‘র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।
ছবিটির শিল্পী–কলাকুশলীদের সঙ্গে এতে অংশ নেন শোবিজ অঙ্গনের অনেকে। ‘নিকষ‘ দেখে প্রশংসায় ভাসিয়েছেন আগত অতিথিরা। ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হওয়ার কথা জানান অনেকে।
মেজবাহ উদ্দীন সুমনের গল্পে ‘নিকষ‘ পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হৃদিকাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী বলেন, ‘’নিকষ‘র গল্পটা খুব ভালো। নির্মাণও খুবই ভালো হয়েছে। পরিবারের এক সদস্য পরিবারের অন্য আরেক জনকে বাঁচানোর যে ঝুঁকি নিয়েছে, এটা আসলে শিক্ষণীয়। ওয়েব ফিল্মটি সবার ভালো লাগবে বলে আমার প্রত্যাশা।‘
অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন, ‘এটি পারিবারিক গল্পের সিনেমা। সম্পর্কের টানে কত দূর যেতে পারবেন, কতটুকু ত্যাগ করতে পারবেন, এটাই ছিল ‘নিকষ‘র মূল লক্ষ্য। গত শীতে এর শুটিং করেছিলাম, অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে। আশা করছি দর্শক উপভোগ করবেন।‘
‘নিকষ‘র পরিচালক রুবেল হাসান বলেন, ‘গল্প নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি। দুর্গম সব লোকেশনে কাজ করেছি। চেষ্টা করেছি দর্শকদের গল্পে আটকে দেওয়ার। প্রিমিয়ারে যারা দেখেছেন, অনেকে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। এখন মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছি।‘
ঈদ উপলক্ষে শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে‘তে দেখা যাবে ‘নিকষ‘।
মহসানআফ/দীপ্ত নিউজ