ঢাকা–১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুন) আপিল শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এর আগে, রোববার (১৮ জুন) ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান হিরো আলম ও কাজী মোহাম্মদ ইয়াসিদুল হাসানসহ আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
পরে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশনে সশরীর হাজির হয়ে আপিল করেন তিনি।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নিয়ে শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান হিরো আলম।
আল /দীপ্ত সংবাদ