সোমবার, নভেম্বর ১০, ২০২৫
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

প্রাথমিক শিক্ষকদের ঢাকার আন্দোলন প্রত্যাহার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১১তম গ্রেড বাস্তবায়ন ও অন্যান্য দাবি পূরণে সরকারি আশ্বাসে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাজধানীতে চলমান কর্মসূচি স্থগিত করেছেন। তবে সারাদেশে চলমান কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে বিকেলে শিক্ষকদের সঙ্গে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ১১তম গ্রেড প্রদান এবং অন্য দাবিগুলো নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজধানীতে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ।

তিনি বলেন, ১৩ নভেম্বর শিক্ষকদের রাজপথে থাকা নিয়ে একটা শঙ্কা রয়েছে। এ অবস্থায় আপাতত ঢাকার আন্দোলন কর্মসূচি স্থগিত করেছের শিক্ষকরা। তবে জেলা পর্যায়ে পাঠদান চলবে কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

শিক্ষকদের দাবির মধ্যে রয়েছেপ্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতনভাতা প্রদান, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

এদিকে বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর শিক্ষকদের শতভাগ পদোন্নতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিমালার আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More