বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

প্রবাসীদের ভোটাধিকার ঐতিহাসিক মাইলফলক: সিইসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার প্রবাসীরা ভোট দেয়ার সুযোগ পাবেন। তিনি একে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

সিইসি জানান, প্রথমবারের মতো প্রবাসীদের ভোট প্রদানের সুযোগকে আধুনিক প্রযুক্তির সহায়তায় সহজ ও কার্যকর করা হচ্ছে। এ লক্ষ্যে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। অ্যাপটি ডাউনলোড করার পর ধাপে ধাপে করণীয় সম্পর্কে ইন্সট্রাকশনাল ভিডিও থেকে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, রেজিস্ট্রেশনের সময় প্রবাসী ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টের তথ্য এবং প্রবাসের ঠিকানা দিতে হবে। অ্যাপসের মাধ্যমে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন হলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে।

ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ভোট দেয়ার পর খামটি শুধু পোস্ট অফিসে পাঠিয়ে দিতে হবে। নির্দিষ্ট ঠিকানায় তা পৌঁছে যাবে।”

নাসির উদ্দিন আরও জানান, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, দূতাবাস ও হাইকমিশনগুলোতে এবং সরকারি গণমাধ্যমে।

তিনি বলেন, “একটি শিশু যেমন প্রথম পদক্ষেপ নেয়, তেমনি প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রেও এটি একটি ঐতিহাসিক সূচনা। আমরা চাই আমাদের প্রবাসী ভাইবোনরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, যাতে অংশগ্রহণমূলক নির্বাচন আরও শক্তিশালী হয়।”

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More