ক্রিকেট বিশ্বকাপ ঘিরে দেশের একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রযোজনায় প্রবাসীদের নিয়ে নির্মিত হয়েছে একটি শর্টফিল্ম। সেই শর্টফিল্মের গল্পে দেখা গেছে নব্বই দশকের জনপ্রিয় তারকা ওমর সানিকে।
গল্পটি এগিয়েছে প্রবাসীদের নিয়েই। যেখানে একদল শ্রমিক কাজ করে মোটর গ্যারেজে। এসব বাংলাদেশি শ্রমিক বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোলাগা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তিন মিনিট ৪৫ সেকেন্ডের এই ভিডিও চিত্রে।
সোমবার (৯ অক্টোবর) শর্টফিল্মটি মুক্তি দেয়া হয়। মুক্তির পর থেকে লাখ লাখ ভিউয়ের পাশাপাশি শেয়ার ও ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিয়েছেন। শর্টফিল্মে ওমর সানির পাশাপাশি অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর শামিম আহমেদসহ একঝাঁক নতুন মুখ।
নেটিজেনরা শর্টফিল্মটি দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্বল্পদৈর্ঘ্য এ ফিল্মটি নিয়ে অভিনেতা ওমন সানি বলেন, ‘প্রবাসে থাকলেও যে তাদের বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একইরকম আবেগ সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। সবার কাছ থেকে খুব ইতিবাচক সাড়া পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভ কামনা।’
শায়লা/দীপ্ত নিউজ