আইসিটি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় পিরোজপুর জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত সফল ১২ জন ফ্রিল্যান্সারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ল্যাপটপ উপহার দেয়া হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়নের প্রধান অতিথি হিসেবে ফ্রিল্যান্সারদের হাতে ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন, ‘লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে দেশে উদ্যোক্তা সৃষ্টিতে বিস্ময়কর ভূমিকা রাখছে। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তারা বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করছে। করোনার ক্ষতি পুষিয়ে বেকার ও তরুণরা দেশের অগ্রযাত্রায় অংশ নিতে পারছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন।
এমি/দীপ্ত