ইউটিউবের কল্যাণে দিনাজপুরের ফুলবাড়ীতে বাণিজ্যিকভাবে সৌদি আরবের সুমিষ্ট খেজুর চাষ করেই বাজিমাত করেছেন প্রবাসী জাকির হোসেন। তার রোপনকৃত খেজুর বাগানে রয়েছে মরিয়ম, আজওয়া, খলিজি, মেডজল ও আম্বার জাতের খেজুর গাছ।
পৌর এলাকার স্বজন পুকুর গ্রামের জাকির নিজের ২০ শতাংশ পরিত্যাক্ত জমিতে খেজুর চাষ করে সফল হয়েছেন। বর্তমানে তার ১৯টি গাছে ফল ধরেছে। খেজুর বাগানের প্রতিটি গাছের বয়স ৪ থেকে ৬ বছর। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই ফল পাকবে। ২০২২ সালে তার বাগানের ৩টি গাছে প্রথম খেজুর আসে।
জাকির হোসেন বলেন, বিদেশে থাকা আবস্থায় আমার মাথায় চিন্তা আসে দেশের মাটিতে কিভাবে খেজুর চাষ করা যায়। এই চিন্তা থেকেই দেশে আসার সময় ১২ কেজি পাকা খেজুর এনে চারা তৈরী
করি।
তিনি আরও বলেন, বর্তমানে ২০ শতাংশ জমিতে ১৯টি খেজুর গাছ আছে এবং এক
হাজার খেজুর চারা তৈরি হয়েছে। এবছর আমি ২ একর জমি প্রস্তুত করেছি সেই জমিতে আরও ৩০০ খেজুর চারা রোপন করে বাগানের পরিধি বৃদ্ধি করব।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, উপজেলায় প্রথম একজন কৃষক সৌদির খেজুর চাষ করছেন বলে শুনেছি। শিঘ্রই বাগান পরিদর্শনে যাবো। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে।
সুলতান মাহমুদ/এসএ/দীপ্ত নিউজ