জাতীয় সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণার শেষ মুহূর্তে রাজধানীতে তৈরি হয়েছে নতুন এক আমেজ। ঠান্ডা উপেক্ষা করে, প্রতিশ্রুতির ডালি নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। নগরীর বাসিন্দারা অবশ্য কষছেন বাস্তবতার হিসাব–নিকাশ।
মাইকের এই শব্দই জানান দেয় ভোট এসে গেছে। করতে হবে জনপ্রতিনিধি নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদে বসতে ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা। সবার কাছে নির্বাচনি বার্তা পৌঁছাতে ধরনা দিচ্ছেন দিনমজুর থেকে উচ্চবিত্তের কাছে। নিজের প্রতীকের পরিচয় করাতে ঘুরছেন অলিগলিতে।
পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বেশির ভাগ এলাকা। কেউ বাজাচ্ছেন উন্নয়নের গান, আবার কেউ নেতাকর্মী নিয়ে করছেন মিছিল।
ঢাকা ৪ আসনে ৯ জন প্রার্থী থাকলেও, মূলত লড়াই হবে আওয়ামী লীগ, স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে। প্রত্যেকেই ভোটারদের দেখাচ্ছেন উন্নয়নের স্বপ্ন।
আর ঢাকা–৫ আসনের ভোটযুদ্ধে নৌকা প্রতীক নিয়ে একজন লড়লেও, স্বতন্ত্র হিসেবে রয়েছেন আওয়ামী লীগের আরও ২ জন। আর মোট প্রার্থী ১০ জন।
চায়ের দোকান থেকে রাজপথ, সবখানে বইছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। বেশির ভাগের আলোচনায় ৭ জানুয়ারির ভোট।
আরও পড়ুন: বৃহস্পতিবার নারায়ণগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
আল/ দীপ্ত সংবাদ