যারা নির্বাচন চাইছে না, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তারা চট্টগ্রামে প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা ঘটিয়েছে কি না, সন্ত্রাসীদের মদদ দিয়ে ষড়যন্ত্র করছে কি না এমন প্রশ্ন উড়িয়ে দেয়া যায়না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (০৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
আমির খসরু বলেন, বাংলাদেশের মানুষ সাহসী, অতীতে এর চাইতেও খারাপ পরিস্থিতি তারা পার করেছে। তারা যদি চায় নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের প্রতিনিধি সংসদে যাক তবে এইসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার দাবী জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। তাই নির্বাচনী প্রচারণা চালানোর প্রশ্নে তার কোনো ভয় নেই, কারণ জনগণই তাদের নিরাপত্তা দেবে মন্তব্য করেন তিনি।