না ফেরার দেশে চলে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যপরিচালক মাসুম বাবুল। সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর সিদ্দিক বাজারের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মাসুম বাবুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। কদিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। আজ বিকেলে আমাদের ছেড়ে চলে গেলেন। চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”
জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মাসুম বাবুলকে দাফন করা হবে বলেও জানান তিনি।
তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দেড় হাজারের বেশি সিনেমায় নৃত্যপরিচালক হিসেবে কাজ করেছেন মাসুম বাবুল। কাজের স্বীকৃতি স্বরূপ তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আল/দীপ্ত