গাজীপুর মহানগরের আদাবৈ এলাকায় ঝুট ব্যবসায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে আতিকুর রহমানকে গুলি করে হত্যা মামলার আসামী ফয়সাল হোসেন (২৩) কে গ্রেফতার করেছে র্যাব ।
র্যাব জানায়, শুক্রবার (১৬ জুন) সকাল ১০টার দিকে আতিকুর রহমান ক্রয়কৃত ঝুটের মাল নেক্সাট এক্সপার্ট ফ্যাক্টরীর মেইন গেইটের সামনে গাড়ীতে লোড করার উদ্যোগ নিলে ফয়সাল ও তার সহযোগীরা মাল নিতে বাধা প্রদান করে। আতিকুর প্রতিবাদ করলে তাকে মারধর এবং একপর্যায়ে গুলি করে পালিয়ে যায় তারা।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যালে নিলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তরকরা হয়। ঢাকা নেওয়ার পথে আতিকুরের অবস্থা আশংকাজনক দেখে তাকে ঢাকা উত্তরাস্থ শিন শিন জাপান হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আতিকুর রহমান মৃত্যু বরণ করে।
হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যাকান্ডের আসামীদের আইনের আওতায় আনার জন্য র্যাব–১ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২১ জুন রাতে এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের আসামী ফয়সালকে গ্রেফতার করে ।
র্যাব কমান্ডার মেজর মাঈদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
এসএ/দীপ্ত নিউজ