শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

পেশাজীবীদের দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ: তাপস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুর্যোগ মোকাবিলায় পেশাজীবীদের দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। শনিবার (১১ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে ভূমিকম্পজনিত দুর্যোগ ঝুঁকি হ্রাস: প্রস্তুতি ও করণীয়শিরোনামে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, প্রকৌশলীরা সভ্যতা বিকাশের অংশীজন। একটি জাতি বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। তুরস্কে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্যগুলো নজরে আসার জন্যই এ সেমিনার। পেশাজীবীদের দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। পেশাজীবীদের হালনাগাদ থাকতে হয়৷ চিকিৎসক,আইনজীবীদের কাউন্সিল থাকলেও প্রকৌশলীদের কাউন্সিল নেই৷

তিনি আরও বলেন, ‘বিএমডিসি কোড থাকলে তা বাস্তবায়ন ও নজরদারি প্রয়োজনীয়। ঘটনা ঘটে গেলে দায়িত্ব কার উপর দিয়ে পার পেয়ে যাবো সেটাই আমরা করি৷ কোন দুর্যোগ ঘটলে সবাই সেখানে ভিড় জমায়। ফায়ার সার্ভিস, র‍্যাব, সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্ট, রাজউক সবাই গিয়ে হাজির হয়। আসলে দুর্যোগে শুরুতে কে কাজ করবে সেটা অনেক দায়িত্বশীলরাও জানে না।’

সাভারের আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে কারও অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

শনিবার গনকবাড়িতে ছাদ ধসে পড়া ভবন পরিদর্শন করে এ কথা বলেন তিনি। শুক্রবার (১০ মার্চ) বিকেলে নির্মাণাধীন ভবনটির ১২ তলার ছাদ ধসে যায়। এতে ১৬ জন শ্রমিক আহত হন।

 

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More