রবিবার, নভেম্বর ৯, ২০২৫
রবিবার, নভেম্বর ৯, ২০২৫

পেঁয়াজ আমদানির জন্য ২৮০০ আবেদন পড়েছে: বাণিজ্য উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বাজার মূল্য সহনীয় পর্যায়ে না আসলে পেঁয়াজ আমদানি অনুমোদন ইস্যু করা হবে। পেঁয়াজ আমদানির জন্য ২৮০০ আবেদন পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে পেঁয়াজের দামসহ সার্বিক বাজার পরিস্থিতি এবং নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। আমরা মনে করি পেঁয়াজের কোনো সংকট নেই। কৃষি মন্ত্রণালয় তরফ থেকে পেঁয়াজ সংরক্ষণকে সুবিধাজনক করার জন্য ১০ হাজার হাই ফ্লো মেশিন বিতরণ করেছে।’

তিনি বলেন, কেজিতে ৪০৫০ টাকা দাম বাড়াটা অযৌক্তিক। শিগ্‌গিরই নতুন পেঁয়াজ বাজারে আসবে। দেশে এমন কোন ঘটনা হয়নি যাতে দাম বাড়বে।

শেখ বশির উদ্দিন বলেন, আমরা বাজারের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বাজারে যদি পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে না আসলে আমরা আমদানি অনুমোদন ইস্যু করে দেব। দাম স্বাভাবিক অবস্থায় ফিরে এলে আমদানি অনুমতি দেব না।

উপদেষ্টা আরও বলেন, আমাদের কাছে পেঁয়াজ আমদানির যে আবেদন আছে, এর ১০ শতাংশ যদি আমরা ছেড়ে দেই, যদি আমরা পেঁয়াজ আমদানির অনুমতি দেই, তবে স্বাভাবিকভাবে বাজারে ধস নামবে। আমরা ধস নামাতে চাই না। আমরা চাই একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক।

 

এসএ

 

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More