পেঁয়াজের ঝাঁঝে অস্থির বাজার। কেজিপ্রতি ১১০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। চালের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম উর্ধ্বমুখী। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন ও মধ্যবিত্তরা।
আষাঢ়ের কালো মেঘে ঢাকা আকাশ। সেই কালো রঙ যেন ভর করেছে রাজধানীর কারওয়ান বাজারে আসা ক্রেতাদের মাঝে।
পায়ে পায়ে কাদা–পানির দুর্ভোগ নিয়ে একটু কম খরচে বাজার করার আসায় এখানে এলেও মেলে না ফর্দের তালিকা অনুযায়ি কেনাকাটা করা।
বন্যার পানির মতোই বাজারে হু হু করে বেড়েই চলছে পেঁয়াজের দাম। কেজিপ্রতি ১১০ টাকায় বিক্রি হচ্ছে এটি। আদা–রসুনের দামও বেশ চড়া।
সবজির বাজার কিছুটা স্থিতিশীল। পটল–ঢেড়স ৩০/৪০ টাকায় যেমন মিলছে, আবার কিছু সবজির দাম ৮০/৯০ তে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি মিলছে মানভেদে দুইশ–দুইশ বিষে। চালের দাম এখনও বাড়েনি। সরু–কিংবা মোটা চাল বিক্রি হচ্ছে আগের দামেই।
বর্ষায় যারা একটু মাছ ভাজা খাওয়ার চিন্তা করেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। প্রায় প্রতিটি প্রজাতির মাছের দামই ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে স্থিতিশীল রয়েছে গরু ও খাসীর মাংসের দাম।
আল / দীপ্ত সংবাদ