আমরা সবাই ফুল ভালোবাসি, ফুল দেখতে খুব সুন্দর। ফুলের গন্ধে আমাদের বুক ভরে যায়। তবে কখনো কি চিন্তা করেছি পৃথীবিতে সবচেয়ে বড় ফুল কোনটি? এটি দেখতে কেমন বা এই ফুল থেকে গন্ধ ছড়ায় কি না!
পৃথীবির সবচেয়ে বড় ফুল নিয়ে এখন বিস্তারিত বলব। পৃথিবীতে এমন একটা ফুল আছে, যেটা থেকে সুগন্ধ বের হয় না। বের হয় ভয়ংকর দুর্গন্ধ। সাধারণ ফুলের চেয়ে এটা আকারে বড়। এটাই পৃথিবীর সবচেয়ে বড় ফুল। মনে হতে পারে এটা আবার কি ফুল, নাম কি?
ফুলটার নাম কর্পস ফুল।
এটি ইন্দোনেশিয়ার সুমাত্রার বনে জন্মে। মাঝে মাঝে মালয়েশিয়ার বনেও জন্মাতে দেখা যায়। গাছের বয়স যখন ৫ থেকে ১০ বছর হয়, তখন এতে ফুল ধরে। এরপর প্রতি দুই থেকে তিন বছর পরপর ফুল আসে।
আগেই বলেছি, এটা থেকে দুর্গন্ধ বের হয় তবে গন্ধটা অনেকটা পচা মাংসের মতো। তাই এই ফুল পৃথীবির সবচেয়ে বড় ফুল হলেও এটির দুর্গন্ধের কারণে এর সামনে যাওয়া যাবে না। এখন ঠিকই মাথায় এসেছে ফুলটি কেন এত দুর্গন্ধ? এই ফুল আহারের জন্য পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়ায় যাতে করে পোকামাকড় বসে। এই ফুল সর্বোচ্চ এক সপ্তাহ বাঁচে। যেহেতু এর জিবনকাল কম তই এই ফুল সহজে বংশবিস্তার করতে পারে না।
বিশ্বের বিপন্ন প্রজাতির গাছের তালিকাতে নথিভুক্ত হয়েছে এই গাছের নাম। কারণ, সারা বিশ্বে এই গাছ আর মাত্র হাজারখানেকই টিকে রয়েছে।
দীর্ঘ ১০ বছর পর এ বছর হ্যালোউইনের সময় ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো বটানিক গার্ডেনে ফুটেছিল এই ফুলটি। টিকেছিল মোটামুটি ৪৮ ঘণ্টা। আর ওই ৪৮ ঘণ্টায় প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি দর্শক টিকিট কেটে দেখতে এসেছিলেন এই দৈত্যাকার ‘কর্পস ফ্লাওয়ার’।
যূথী/ দীপ্ত সংবাদ