বরগুনার পাথরঘাটায় পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয়েছিল হাসিব নামে এক যুবক। তিন লাখ টাকা মুক্তিপণও চেয়েছিল অপহরণকারীরা। এ ঘটনায় স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করার পর ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাকচিড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া বিষখালী নদীর বেড়িবাঁধের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরিকল্পনাকারী আবদুল্লাহ আল নোমানসহ আরও ৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। নোমানের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোজাম্মেল হোসেন রেজা বলেন, শনিবার সন্ধ্যায় হাসিবের বাবার নিখোঁজের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিত প্রযুক্তি ব্যবহার করে র্যাব, পুলিশ ও ডিবি অনুসন্ধান চালালেও বারবার স্থান ও বিভিন্ন কৌশল অবলম্বন করায় ঘাতক নোমানকে আটক করতে বেগ পেতে হয়। তবে তাকে আটকের আগে হাসিবকে খুন করার বিভিন্ন আলামত জব্দ করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী হাসিবের মরদেহ উদ্ধার করা হয়।
হাসিব পাথরঘাটার সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার রাতে পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে অপহরণ করা হয়। শনিবার সন্ধ্যায় পরিবারের কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী।
শাহ্ আলী / আল/ দীপ্ত সংবাদ