চুয়াডাঙ্গায় মোবাইলে পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে রাকিবুল ইসলাম শুভ ওরফে বান্টা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিবুর ইসলাম ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার পার্বতীপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুনের কাছে ফোনে একাধিক ব্যক্তি জানায় একজন প্রতারক মোবাইল ফোনে নিজেকে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা পরিচয় দিয়ে ছদ্মবেশ ধারণ করে প্রতারণার উদ্দেশ্যে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৭২–৫২০৪০৫ দিয়ে বিভিন্ন ধরণের ভয়ভীতি, হুমকি, টাকাদাবি সহ বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানায় একাধিক জিডি করা হয়।
পরে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুনের নির্দেশে গােয়েন্দা পুলিশের একদল সদস্য সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তি বান্টাকে চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী বান্টা জানায় ইতোপূর্বে নিজেকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নামে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটটি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছ।
জান্নাতুল আওলিয়া/পূর্ণিমা/দীপ্ত নিউজ