আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের হাতে এসব বডি ক্যামেরা তুলে দেয়া হবে। এজন্য প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে এবং দ্রুতই ক্যামেরাগুলো সংগ্রহ করা হবে।
অর্থ উপদেষ্টা আরও জানান, বডি ক্যামেরা কেনার কাজ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সম্পন্ন করবে। এর ফলে যন্ত্রপাতির মান ও দামের নিশ্চয়তা পাওয়া যাবে এবং সরকারের সরাসরি দর কষাকষির প্রয়োজন হবে না।
অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে প্রয়োজনীয় সব বিষয়ে সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।