দু‘দিন বিশ্রাম শেষে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচের আগে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।
ভারতের পুনেতে, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, কিছুক্ষণ আগে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। জয় দিয়ে আসর শুরু করলেও, পরের দুই ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে দল। তার ওপর অধিনায়ক সাকিব আল হাসানের চোট নিয়ে বাড়তি দুশ্চিন্তায় টাইগার স্কোয়াড।
আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। তার আগে সুস্থ হয়ে যাবে সাকিব, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরেই চেন্নাই থেকে পুনেতে পৌঁছে বাংলাদেশ দল। সেখানে পা রেখেই দু‘দিন বিশ্রামে কাটিয়েছেন টাইগাররা। ভারতের সঙ্গে তাদের পরবর্তী ম্যাচ ১৯ অক্টোবর।
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও বিশ্বকাপে পরের দুম্যাচেই হেরেছে বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয় তাদের এমন হারের পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে। যদিও সর্বশেষ ম্যাচে বোলাররাও সেভাবে ভূমিকা রাখতে পারেননি।
আল/ দীপ্ত সংবাদ