জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর–১ (পিরোজপুর সদর–নাজিরপুর–ইন্দুরকানী) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলের মনোনয়ন পত্রে তার নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার বিবেচনায় তাকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অধ্যক্ষ আলমগীর হোসেন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। মনোনয়ন ঘোষণার পর পিরোজপুর–১ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে।
উল্লেখ্য, এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–১ আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন।