বিজ্ঞাপন
সোমবার, জুলাই ১৪, ২০২৫
সোমবার, জুলাই ১৪, ২০২৫

পিক্সেল-এ এশিয়ার শীর্ষ ৩-এ বাংলাদেশি ক্রিয়েটর ইমন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পিক্সেলএ বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন। চলতি জুলাই মাসে প্ল্যাটফর্মটির এশিয়াপ্যাসিফিক অঞ্চলের তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। এছাড়া রয়েছেনএশিয়ার সেরা ৩ ভিডিও নির্মাতার তালিকায়।

পিক্সেলএর পরিসংখ্যান অনুযায়ী, ইমনের অ্যাকাউন্ট থেকে ভিউ ৩৪.২ মিলিয়ন (৩ কোটি ৪২ লাখ) ছাড়িয়ে গেছে। শুধু গত চার সপ্তাহেই তার ভিডিওগুলো দেখা হয়েছে ৬.৫ মিলিয়ন বার। জনপ্রিয়তার এই ধারা এতটাই প্রবল যে, প্রতি সেকেন্ডে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার ভিডিও ৭ বার ডাউনলোড হচ্ছে এবং প্রতি সেকেন্ডে ১১৬ জন ব্যবহারকারী বাংলাদেশের ভিডিও দেখছেন, যা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়।

পিক্সেলএর অলটাইম র‍্যাংকএ গত ৩০ দিনে ইমনের অবস্থান ১৪তম স্থানে, যা নতুন কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য অনন্য অর্জন।

বিশ্বব্যাপী ইমনের এই জনপ্রিয়তার কারণে পিক্সেলএর হোমপেজে ‘BANGLADESH’ ট্যাগটি যুক্ত করেছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ—যা আগে ছিল না। ফলে এখন থেকে বাংলাদেশি ভিডিও নির্মাতারা আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে আরও দৃশ্যমান হয়ে উঠবেন।

ইমরুল কাওসার ইমন বলেন, “দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারাটা আমার জীবনের অন্যতম অর্জন। আমি চাই বিশ্ব জানুক, আমাদের দেশেও চমৎকার ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতারা আছেন। এই অর্জন দেশের তরুণ ভিডিও নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

এমন অভাবনীয় সাফল্যের পর ভবিষ্যতে আরও মানসম্পন্ন ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরিতে মনোযোগ দিতে চান ইমন। তিনি তরুণদের জন্য একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও করছেন, যাতে বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের ভিডিও নির্মাতা উঠে আসতে পারে।

উল্লেখ্য, ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More