বছরের পর বছর ধরে গুঞ্জন শুধু ডালপালাই মেলেছে। তবে কিলিয়ান এমবাপ্পে এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন চলতি মৌসুমের পর পিএসজিতে আর থাকছেন না তিনি।
শুক্রবার (১০ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ একটি ভিডিও বার্তা পোস্ট করেন এমবাপ্পে।
ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশে এমবাপ্পে বলেন, ‘আমি সবসময় বলেছি সময় হলে আমি নিজেই আপনাদের বলব। সেই সময় এসেছে। এ বছরের পর আমি আর (পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ) বাড়াচ্ছি না। আগামী রবিবার পার্ক দে প্রান্সে আমি (পিএসজির জার্সিতে) শেষ ম্যাচ খেলব।’
তিনি আরও বলেন, ‘পিএসজির সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। বিশ্বের সেরা খেলোয়াড়দের অনেকের সঙ্গেই আমাকে খেলার সুযোগ করে দিয়েছে পিএসজি। এখানেই আস্তে আস্তে বড় হয়েছি।
ভক্তদের উদ্দেশে এমবাপ্পে বলেন, ‘এতগুলো বছর ধরে আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছেন, অনেক সময় হয়তো তার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি সবসময়ই নিজের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি সবসময় আপনাদের সঙ্গে কাটানো স্মৃতি আমার হৃদয়ে রাখব।’
উল্লেখ্য, নিজের ভবিষ্যৎ ঠিকানা নিয়ে কিছু না বললেও ইউরোপিয়ান ফুটবল দেখা বেশিরভাগ মানুষই জানেন, রিয়াল মাদ্রিদই হতে চলেছে তার নতুন ঠিকানা।
প্রসঙ্গত, ২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপে। পিএসজির জার্সিতে ছয়টি লিগ ওয়ান শিরোপা, তিনটি ফরাসি কাপসহ জিতেছেন অনেক ট্রফি। এই ক্লাবেই হয়েছে লিওনেল মেসি, নেইমার, জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকাদের সাথে খেলার অভিজ্ঞতা। পিএসজির হয়ে সব মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপ্পে। অ্যাসিস্ট করেছেন ১০৮টি।
এসএ/দীপ্ত সংবাদ