চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড, আর সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ড।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার আগে শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনের মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হয়।
বোর্ডভিত্তিক পাসের হার:
| শিক্ষা বোর্ড | পাসের হার (%) |
|---|---|
| রাজশাহী | ৭৭.৬৩ |
| যশোর | ৭৩.৬৯ |
| কারিগরি | ৭৩.৬৩ |
| চট্টগ্রাম | ৭২.০৭ |
| সিলেট | ৬৮.৫৭ |
| মাদ্রাসা | ৬৮.০৯ |
| ঢাকা | ৬৭.৫১ |
| দিনাজপুর | ৬৭.০৩ |
| কুমিল্লা | ৬৩.৬০ |
| ময়মনসিংহ | ৫৮.২২ |
| বরিশাল | ৫৬.৩৮ |
এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, যার মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা নেয়া হয় ২ হাজার ২৯১টি কেন্দ্রে এবং এতে অংশ নেয় ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান।
মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। মাদ্রাসা বোর্ডের অধীন কেন্দ্র ছিল ৭২৫টি এবং প্রতিষ্ঠান ৯ হাজার ৬৩টি। কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।