শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

পায়রা বন্দরের ভিড়েছে কয়লাবাহী জাহাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪১ হাজার ২ শত ৭ মেট্রিক কয়লা নিয়ে বন্দরে এসেছে এমভি অ্যাথেনা নামের একটি মাদার ভ্যাসেল।

শুক্রবার (২৩ জুন) রাত তিনটার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ইনার এ্যাংকরেজে এসে পৌছায়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। জাহাজটির দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস্থ ৩২ মিটার। ইতোমধ্যে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার জানান, শনিবার (২৪ জুন) রাতে এ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট মিলে উৎপাদনের সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। ডলার–সংকটে বিল বকেয়া থাকায় ৫ জুন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যুৎকেন্দ্রেটি।

মো.ইমরান/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More