মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

পাবনায় ৩৩ প্রার্থীর ২৬ জনই জামানত হারিয়েছেন!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাবনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫টি সংসদীয় আসনে অংশগ্রহণ করেছিলেন ৩৩ প্রার্থী। এর মধ্যে ৫ জন প্রার্থী বিজয়ী লাভ করেছেন। এদের সঙ্গে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন। বাকি ২৬ জন প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম কোনো প্রার্থী পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এই ২৬ জন প্রার্থী ওই পরিমাণ ভোটও পাননি। পাবনা ১ ও পাবনা ৩ আসনের মাত্র ২ জন প্রার্থী তাদের জামানত ফেরৎ পাচ্ছেন। এরা ২ জনই স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ (প্রতিক ট্রাক) এবং আব্দুল হামিদ মাষ্টার (প্রতিক ট্রাক)

সোমবার (০৮ জানুয়ারি) নির্বাচন অফিস কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

৬৮ পাবনা(সাঁথিয়াবেড়ার একাংশ):

মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৬১৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭০ হাজার ৬১৮ টি। মোট প্রার্থী ৬ জন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু (আওয়ামী লীগ, প্রতিক নৌকা) ভোট পেয়েছেন ৯৪ হাজার ৩১৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র, প্রতিক ট্রাক) তিনি ভোট পেয়েছেন ৭২ হাজার ৩৮৭টি। অন্যান্য প্রার্থীরা শামসুল হক (ন্যাশনাল পিপলস্ পার্টি, এনপিপি, প্রতিক আম) ভোট পেয়েছেন ২৭৭টি পারভীন খাতুন (জাতীয় সমাজতান্ত্রিক দলজাসদ, প্রতিক মশাল) ১৯০টি জয়নাল আবেদীন (তৃণমুল বিএনপি, প্রতিক সোনালী আঁশ) ভেট পেয়েছেন ৪০১টি সরদার শাহাজাহান (জাতীয় পার্টি, প্রতিক লাঙ্গল) ভোট পেয়েছেন ৩৭৬টি এই আসনে বাতিল ভোট আছে ২ হাজার ৬৭৩ টি। এই আসনে শুধু অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র, প্রতিক ট্রাক) জামানত ফেরৎ পাচ্ছেন।

 

৬৯ পাবনা(সুজানগরবেড়ার একাংশ):

মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ২০৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৬২৮ টি। মোট প্রার্থী ৮ জন। আহমেদ ফিরোজ কবির (আওয়ামী লীগ, প্রতিক নৌকা) পয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ টি তার নিকটতম প্রতিদ্বন্দী ডলি সায়ন্তনী (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনবিএনএম, প্রতিক নোঙর) পেয়েছেন ৪ হাজার ৩৮২ আব্দুল আজিজ খান (স্বতন্ত্র, প্রতীক ঈগল) ২ হাজার ১৩, মোমিনুল ইসলাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিটিএফ, প্রতিক ফুলের মালা) ৩৬৬ মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি, প্রতিক লাঙ্গল) ২ হাজার ২২ আবুল কালাম আজাদ (তৃণমুল বিএনপি, প্রতিক সোনালী আঁশ) ৪০৪ শেখ আনিসুজ্জামান (জাতীয় সমাজতান্ত্রিক দলজাসদ, প্রতিক মশাল) ২৮১ আজিজুল হক (ন্যাশনাল পিপলস্ পার্টি, এনপিপি, প্রতিক আম) ৩৬৬। কেউ জামানত ফেরৎ পাচ্ছে না।

 

৭০ পাবনা(চাটমোহরভাঙ্গুড়াফরিদপুর):

মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৭৭১ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪৭ টি। প্রার্থী ৮ জন। এই আসনে মকবুল হোসেন (আওয়ামী লীগ, প্রতিক নৌকা)১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আব্দুল হামিদ (স্বতন্ত্র, প্রতিক ট্রাক) পেছেন ১ লাখ ১৫৯ টি ভোট। মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি, প্রতিক লাঙ্গল) ৭৩২ আজিজুল হক (বাংলাদেশ কংগ্রেস, প্রতিক ডাব) ২৫১ আবুল বাশার শেখ (জাতীয় সমাজতান্ত্রিক দলজাসদ, প্রতিক মশাল) ১৭৫, বেল্লাল মোল্লা (ন্যাশনাল পিপলস্ পার্টি, এনপিপি, প্রতিক আম) ৪৩০ মাহবুবুর রহমান জয় চৌধুরী (বাংলাদেশ সুপ্রীম পার্টি, বিএসপি, প্রতীক একতারা) ৪১২। এই আসনে আব্দুল হামিদ মাষ্টার (স্বতন্ত্র, প্রতিক ট্রাক) ছাড়া সবাই জামানত হাড়াচ্ছেন।

 

৭১ পাবনা(ঈশ্বরদীআটঘরিয়া):

মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ২৩১ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৬ টি । মোট প্রার্থী ৬ জন। গালিবুর রহমান শরীফ (আওয়ামী লীগ, প্রতিক নৌকা)১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দী পাঞ্জাব আলী বিশ্বাস-(স্বতন্ত্র, প্রতিক ঈগল) ১৪ হাজার ৬৬২, রেজাউল করিম (জাতীয় পার্টি, প্রতিক লাঙ্গল) ১৫৩৩, আব্দুল খালেক (বাংলাদেশ সমাজতান্ত্রিক দলজাসদ, প্রতিক মশাল) ১০৬০, আতাউল হাসান (কৃষক শ্রমকি জনতা লীগ, প্রতিক গামছা) ৮২৬, মনছুর রহমান (ন্যাশনাল পিপলস্ পাটি, এনপিপি, প্রতিক আম) ৭৮৭। এই আসনে নৌকা ছাড়া সবাই জামানত হাড়াচ্ছেন।

 

৭২ পাবনা(পাবনা সদর):

মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৪৬২ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৫ টি । মোট প্রার্থী৫ জন। এই আসনে গোলাম ফারুক প্রিন্স (আওয়ামী লীগ, প্রতিক নৌকা) ১লাখ ৫৭ হাজার ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দী জাকির হোসেন (বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, প্রতিক হাতুড়ী) পেয়েছেন ৩৩১৬ ভোট। আব্দুল কাদের খান (জাতীয় পার্টি, প্রতিক লাঙ্গল)২৭৬৬, আফজাল হোসেন বটু (তৃণমুল বিএনপি, প্রতিক সোনালী আঁশ)৩২৫৯, আবু দাউদ (ন্যাশনাল পিপলস্ পার্টি, এনপিপি, প্রতিক আম)১৫৫৪ ভোট। এই আসনেও নৌকা ছাড়া সবাই জামানত হাড়াচ্ছেন।

 

 

 

শামসুল/ আল / দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More