অসহনীয় গরমে অতিষ্ঠ পাবনার জনজীবন। তীব্র দাবদাহে এ শহরে হিটস্ট্রোক করে সুকুমার দাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের রুপকথা রোডে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
মৃত সুকুমার দাস পাবনার শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় হিটস্ট্রোক করেন সুকুমার। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরেই পাবনায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকে রেকর্ড করা হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস ।
তিনি আরও জানান, ঈশ্বরদীসহ আশপাশের এলাকাজুড়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এ তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। জীবন–জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে তাদের।
শামসুল/এসএ/দীপ্ত সংবাদ