পাবনার ঐতিহ্যবাহী সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনবাপী “মা” সমাবেশসহ স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী পাবনা শহরের শিবরামপুর এলাকার বাংলাদেশ ঈদগা মাঠে এই মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন।
আব্দুল রহিম বলেন, এই উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি তাদের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করছে। স্মার্ট বাংলাদেশ গঠনে প্রস্তুত হচ্ছে ওরা। এই ধরনের উদ্যোগ আরো বেশি বেশি হওয়া দরকার।
প্রধান শিক্ষক মোবারক হোসেন জানান, সামাজিক ও বিজ্ঞান ভিত্তিক জ্ঞান বিকাশের জন্য প্রতিবছরই এ ধরনের আয়োজন আমরা করে আসছি। তবে এবারের আয়োজনটা একটু বড় পরিসরে করা হয়ছে। আমরা চাই মাদক মুক্ত সমাজ গঠনে এই শিক্ষার্থীরা ভুমিকা রাখবে।
স্কুল পরিচালনা পরিষদ সদস্য ইমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহম্মেদ–উল–হক রানা ও সহকারী প্রধান শিক্ষক মৌসুমি রহমান।
মেলাতে ২০টি স্টলে ১০৮ জন শিক্ষার্থীর ৫২টি নতুন প্রযুক্তি উদ্ভাবন প্রদর্শন করে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেলার আয়োজন। পরিবেশ রক্ষায় প্রযুক্তি ব্যবহার, শহরকে আধুনিকায়ন, আধুনিক গ্রাম বাংলা, পানি ও সৌর বিদ্যুৎ ব্যবহারসহ নতুন নতুন উদ্ভাবন নিয়ে মেলাতে অংশ গ্রহণ করেন ক্ষুদে শিক্ষার্থীরা।
এসএ/দীপ্ত নিউজ